শিল্পবিপ্লবের শর্ট প্রশ্ন ও উত্তর

 

1. শিল্পবিপ্লব' কী ?

উত্তর দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্পের ব্যাপক উৎপাদনকে শিল্পবিপ্লব বলে

2. শিল্পবিপ্লব' কথাটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর ‘ শিল্পবিপ্লব’ কথাটি প্রথম ব্যবহার করেন লুই অগাস্তে ব্ল্যাঙ্কি

সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ‘

3.শিল্পবিপ্লব' কথাটি ব্যবহার করা হয় ?

উত্তর সর্বপ্রথম ১৮৩৭ খ্রিস্টাব্দে ‘শিল্পবিপ্লব' কথাটি ব্যবহার করা হয়

4.শিল্পবিপ্লব’কথাটিকে কে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন?

উত্তর শিল্পবিপ্লব কথাটিকে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি

5. শিল্পবিপ্লবের ফলে কীসের পরিবর্তন হয়?

উত্তর শিল্পবিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়

6.শিল্পবিপ্লবের ফলে কী সুবিধা হয়?

উত্তর শিল্পবিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় গতির সঞ্চার হয় শিল্পবিপ্লবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উত্তর। শিল্পবিপ্লবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল যন্ত্রের ব্যাপক ব্যবহার

8. কোন দেশে শিল্পবিপ্লব প্রথম শুরু হয়েছিল ?

উত্তর ইংল্যান্ডে শিল্পবিপ্লব প্রথম শুরু হয়েছিল

9.ইংল্যান্ডে শিল্পবিপ্লব কখন হয়?

উত্তর অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়

10.ব্রিটেনে কোন শিল্পে প্রথম শিল্পবিপ্লব শুরু হয়েছিল ?

উত্তর। ব্রিটেনে বস্ত্রশিল্পে প্রথম শিল্পবিপ্লব শুরু হয়েছিল

11.বস্ত্রশিল্পের উপযােগী দুটি যন্ত্রের নাম লেখাে

উত্তর বস্ত্রশিল্পের উপযােগী দুটি যন্ত্রের নাম হল— ® উড়ন্ত মাকু এবং @ ওয়াটার ফ্রেম

12.উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?

উত্তরউড়ন্ত মাকুজন কে আবিষ্কার করেন

13. জন কে কত খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু আবিষ্কার করেন ?

উত্তর জন কে ১৭৩৩ খ্রিস্টাব্দেউড়ন্ত মাকুআবিষ্কার করেন

14. ওয়াটার ফ্রেম' কে আবিষ্কার করেন?

উত্তর। ওয়াটার ফ্রেমরিচার্ড আর্করাইট আবিষ্কার করেন

15. রিচার্ড আর্কাইট কত খ্রিস্টাব্দে ‘ওয়াটার ফ্রেম' আবিষ্কার করেন ?

উত্তর রিচার্ড আর্কাইট ১৭৬৯ খ্রিস্টাব্দে ‘ওয়াটার ফ্রেম আবিষ্কার

16) স্পিনিং জেনি কে আবিষ্কার করেন?

উত্তরস্পিনিং জেনিহারগ্রিভস আবিষ্কার করেন

17 হারগ্রিভস কত খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কার করেন?

উত্তর হারগ্রিভস ১৭৬৫ খ্রিস্টাব্দে স্পিনিং জেনিআবিষ্কার করেন

18.মিউল' কী?

উত্তর: মিউলহল মসৃণ সুতাে কাটার যন্ত্র

19 . মিউলকে আবিষ্কার করেন?

উত্তরমিউলক্রম্পটন আবিষ্কার করেন

20. ক্রম্পটন কত খ্রিস্টাব্দে মিউল আবিষ্কার করেন?

উত্তর: ক্রম্পটন ১৭৭৯ খ্রিস্টাব্দেমিউলআবিষ্কার করেন

21.পাওয়ার লুম’ কী ?

উত্তর: পাওয়ার লুমহল যন্ত্রচালিত তাঁত

22.কে পাওয়ার লুম' আবিষ্কার করেন?

উত্তর এডমন্ট কার্টরাইট পাওয়ার লুমআবিষ্কার করেন

23.এডমন্ট কার্টরাইট কত খ্রিস্টাব্দে পাওয়ার লুম আবিষ্কার করেন?

উত্তর। এডমন্ট কার্টরাইট ১৭৮৫ খ্রিস্টাব্দে পাওয়ার লুমআবিষ্কার করেন

24 বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ?

উত্তর। বাষ্পীয় ইঞ্জিনজেমস ওয়াট আবিষ্কার করেন 

25.জেমস ওয়াট কত খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন?

উত্তর জেমস ওয়াট ১৭৬৯ খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন 

26.বাষ্পচালিত রেলইঞ্জিন কে আবিষ্কার করেন?

উত্তর বাষ্পচালিত রেলইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন

27.জর্জ স্টিফেনসন কত খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেলইঞ্জিন আবিষ্কার করেন ?

উত্তর জর্জ স্টিফেনসন ১৮১৪ খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেলইঞ্জিন আবিষ্কার করেন

28. বুস্ট ফানেল'বা লোহা গলাবার চুল্লি কে আবিষ্কার করেন?

উত্তর: বুস্ট ফার্নেস' বা লোহা গলাবার চুল্লি জন মিটন আবিষ্কার

29 জন স্মিটন কত খ্রিস্টাব্দে লোহা গলাবার চুল্লি আবিষ্কার করেন?

ভের জন স্মিটন ১৭৬০ খ্রিস্টাব্দে লোহা গলাবার চুল্লি’ আবিষ্কার করেন।

30. সেফটি ল্যাম্প' কী কাজে ব্যবহৃত হত?

খনিগর্ভে নিরাপদে কাজের জন্য সেফটি ল্যাম্প’ ব্যবহৃত হত।

31. সেফটি ল্যাম্প’ কে আবিষ্কার করেন ?

সেফটি ল্যাম্পহামফ্রে ডেভি আবিষ্কার করেন

32. হামফ্রে ডেভি কত খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্পআবিষ্কার ?

উত্তর হামফ্রে ডেভি ১৮১৫ খ্রিস্টাব্দে ‘সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন

33 পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির কৌশল কে আবিষ্কার করেন?

উত্তর পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির কৌশল টেলফোর্ড ও জন ম্যাক অ্যাডাম আবিষ্কার করেন

34. টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম কত খ্রিস্টাব্দে পিচ দেওয়া রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন?

উত্তর টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম ১৮১১ খ্রিস্টাব্দে পিচ দেওয়া রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন

35. স্টিমার' (বাষ্পীয় পাত) কে আবিষ্কার করেন?

উত্তরস্টিমার’ (বাষ্পীয় পাত) রবার্ট ফুলটন আবিষ্কার করেন

36. রবার্ট ফুলটন কত খ্রিস্টাব্দে স্টিমার’আবিষ্কার করেন?

উত্তর। রবার্ট ফুলটন ১৮১৫ খ্রিস্টাব্দেস্টিমার’ আবিষ্কার করেন

37. ইংল্যান্ডে কীভাবে উৎকৃষ্ট লোহা তৈরি হত ?

উত্তর ইংল্যান্ডে নব্য আবিষ্কৃত বেসেমার প্রথা অনুযায়ী খনিজ

লোহা গলিয়ে উৎকৃষ্ট লোহা তৈরি করা হত

38.কাকে ব্রিটেনের রেলপথের রাজা বলা হয়?

উত্তর জর্জ হাডসন রেলপথের কাজে বিশেষ সক্রিয় থাকায় তাকে ব্রিটেনের রেলপথের রাজা বলা হয়

39 'এনক্লোজার' ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল?

উত্তর এনক্লোজারবা ভূমিবেষ্টনী প্রথা ইংল্যান্ডে প্রচলিত ছিল

40.এনক্লোজার’ কথাটির অর্থ কী?

উত্তর: এনক্লোজারকথাটির অর্থ হল জমি ঘেরাও করে চাষ করাইংল্যান্ডে কোথায় 41.কোথায় বড়ো লোহার কারখানা গড়ে ওঠে?

উত্তর: ইংল্যান্ডে শেফিল্ড, ল্যাঙ্কাশায়ার ইত্যাদি অণ্ডলে বড়ো লোহার কারখানা গড়ে ওঠে

42. ইংল্যান্ডকে বিশ্বের শিল্পকারখানা’ বলা হয় কেন?

উত্তর: বিশ্বের বাজার দখল করার জন্য ইংল্যান্ডে বিভিন্ন কারখানার প্রতিষ্ঠা বৃদ্ধি পাই বলে ইংল্যান্ডকে বিশ্বের শিল্পকারখানাবলা হয় 

43.কে ইংল্যান্ডকে বিশ্বের শিল্পকারখানা বলেছেন?

উত্তর ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের শিল্পকারখানা বলেছেন

44.কোন শহর ইউরোপের প্রথম শ্রেষ্ঠ শিল্পশহরের তকমা লাভ করেছিল ?

উত্তর ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার শহর ইউরোপের প্রথম শ্রেষ্ঠ শিল্প শহরের তকমা লাভ করেছিল

 45 ফরাসি সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল ?

উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তনের উদ্দেশ্য ছিল ফরাসি শিল্পের বিকাশ

46.কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সে শিল্পবিপ্লবের সূচনা হয়?

উত্তর: লুই ফিলিপের আমলে ফ্রান্সে শিল্পবিপ্লবের সূচনা হয় 

48.কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সে শিল্পবিপ্লবের প্রকৃত প্রসার ঘটে?

উত্তর। তৃতীয় নেপোলিয়নের আমলে ফ্রান্সে শিল্পবিপ্লবের প্রকৃত প্রসার ঘটে

49.ফ্রান্সে রেলপথের প্রসার ঘটে কোন সম্রাটের রাজত্বকালে ?

উত্তর: ফ্রান্সে রেলপথের প্রসার ঘটে তৃতীয় নেপোলিয়নের রাজত্বকালে

50. জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে শুরু হওয়ার মূল কারণ কী?

উত্তর: জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে শুরু হওয়ার মূল কারণ ছিল

প্রাক্‌--শিল্পবিপ্লব পর্বে জার্মানির রাজনৈতিক অনৈক্য

51 জার্মানিতে শিল্পায়নে গতি আসে কার সময়ে ?

উত্তর: জার্মানিতে শিল্পায়নে গতি আসে জার্মান চ্যান্সেলার

বিসমার্কের সময়ে

52. জার্মানিতে কোন শিল্পের প্রথম উন্নতি হয় ?

উত্তর: জার্মানিতে কয়লা লৌহ-ইস্পাত শিল্পের প্রথম উন্নতি হয়

53. জোলভেরেইন' কী ?

উত্তর: জোলভেরেইনহল জার্মানির শুল্কসংঘ

54. কত খ্রিস্টাব্দে জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮১৯ খ্রিস্টাব্দে জোলভেৱেইন প্রতিষ্ঠিত হয়

55.কোন রুশ জারের আমলে রাশিয়ায় শিল্পায়নের সূচনা হয়?

উত্তর: রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রাশিয়ায় শিল্পায়নের সূচনা হয়

55. রাশিয়ায় শিল্পবিপ্লবের অগ্রদূত' কাকে বলা হয় ?

উত্তর: রাশিয়ায় শিল্পবিপ্লবের অগ্রদূত’ বলা হয় জার দ্বিতীয় আলেকজান্ডারকে